বানারীপাড়া প্রতিনিধ: ২৪ আগস্ট মঙ্গলবার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মিয়ার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় বাদ আসর বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বন্দর বাজার জামে মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
এতে রাজনীতিক,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক ও ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও মরহুমের মেজ ছেলে সাংবাদিক সোহেল সানির ঢাকার শান্তিনগর ও বড় মেয়ে ফেরদৌসী পারভীন লাকীর উত্তরখানের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বিশিষ্ট ব্যবসায়ী আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।