• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে কৃষক হয়ে গেলেন এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০০:৩৪ পূর্বাহ্ণ
শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে কৃষক হয়ে গেলেন এমপি শাওন

আরশাদ মামুন, লালমোহন ॥ কাদাযুক্ত মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। নিজেদের সঙ্গে একজন এমপিকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা স্থানীয় কৃষকরা। মঙ্গলবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির কালাশাহ গ্রামে কৃষকদের সঙ্গে বোরো ধানের চারা রোপণ করেন তিনি।

এ ব্যাপারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশের কৃষি চাষাবাদের উপযোগী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। চাষাবাদ বৃদ্ধি পেলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। যার জন্য কৃষকদের উৎসাহ ও চাষাবাদে উদ্বুদ্ধ করে তুলতে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণে অংশগ্রহণ করি। আমার বিশ্বাস, এর ফলে স্থানীয় কৃষকরা চাষাবাদে আগ্রহী হবেন। যার ফলে বাড়বে কৃষি উৎপাদন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সার-বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনন্য নজির।

অন্যদিকে, ধানের চারা রোপণ শেষে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালাশাহ মারকাজ মসজিদ এলাকায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

তজুমদ্দিন উপজেলা কৃষক লীগের সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।