• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষিকাকে লাথি, ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন ট্রেনপরিচালক

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১৯:৫১ অপরাহ্ণ
শিক্ষিকাকে লাথি, ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন ট্রেনপরিচালক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের এক পরিচালক (গার্ড) স্কুলশিক্ষিকাসহ এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত ওই শিক্ষিকা জানান, সকালে যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুষ্পক্যাম্প অনুষ্ঠানে অংশ নিতে দুই ছাত্রীসহ তিনি নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে যান। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বেনাপোলগামী কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি দুই ছাত্রীকে নিয়ে ট্রেনপরিচালকের বগিতে (গার্ডরুম) ওঠার চেষ্টা করেন।

ট্রেনপরিচালক তাদের উঠতে না দিয়ে প্রথমে শিক্ষিকার মুখে লাথি মারেন। এসময় এক ছাত্রী প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। নির্ধারিত সময়ের পর ট্রেন নওয়াপাড়া স্টেশন ছেড়ে চলে যায়।

তিনি আরও জানান, হামলাকারী ট্রেনপরিচালক আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রথমে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত স্টেশনমাস্টার অনুপ কুমার মণ্ডলকে জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত স্টেশনমাস্টার অনুপ কুমার মণ্ডল বলেন, প্ল্যাটফর্মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন শিক্ষিকা বেনাপোলগামী ট্রেনের এক পরিচালকের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেছেন। অভিযোগ করার সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। প্রধান স্টেশনমাস্টার বাইরে রয়েছেন। তিনি এলে ব্যবস্থা নেওয়া হবে।

হামলাকারী ওই ট্রেনপরিচালকের পরিচয়ের বিষয়ে তিনি জানান, ওই ট্রেনপরিচালক খুলনার নয়, রাজবাড়ীর। নাম আব্দুল্লাহ আল মামুন বলে মনে হয়।