• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদী থেকে একাধিক মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য রুবেল বেপারী (৩৮) ও শামিম দেওয়ান (৩১)কে গ্রেফতার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ এস আই আনোয়ার হোসেন ও এ এস আই মোঃ হাসান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। পরে তাদেরকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রুবেল বেপারী দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউসুফ বেপারীর ছেলে আর শামিম দেওয়ান রাজ্জাক দেওয়ান’র ছেলে। এরা আন্তঃজেলা নৌ-ডাকাত হিসাবে পরিচিত। বিভিন্ন নদীতে একাধিক দুধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ছিলো।

এদের নামে মেহেন্দিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১০-১২ টির বেশি মামলা রয়েছে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ইউএনওর উপর হামলা, নৌ-পুলিশের উপর হামলা, জাহাজে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা চলমান। গ্রেফতারকৃত শামিম দেওয়ান ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং রুবেল ওয়ারেন্টভুক্ত আসামি। এদেরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।