• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেহেন্দিগঞ্জে আমাবশ্যার পানিতে পানিবন্ধী কয়েক লাখ মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১, ২০:৩২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে আমাবশ্যার পানিতে পানিবন্ধী কয়েক লাখ মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সম্রাট হোসেন, মেহেন্দিগঞ্জ:- মেহেন্দিগঞ্জ উপজেলায় আমাবশ্যার কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্ধী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ইতিমধ্যে পাতারহাট বন্দর থেকে বিভিন্ন ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত বসত ঘর, ফসলি জমি, পুকুর ও মৎস্য খামার। এছাড়া কয়েক কিলোমিটার কাঁচাপাঁকা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার চানপুর, উলানিয়া, চরএককরিয়া, মেহেন্দিগঞ্জ সদর, জাঙ্গালিয়া, চরগোপালপুর ও দড়িচর খাজুরিয়া ইউনিয়নের।

জোয়ারের অতিরিক্ত পানির কারণে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় কয়েক লাখ মানুষের ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি ফসল ও মৎস্য খামার তলিয়ে গেছে।

ভাটায় পানি একটু কমার সাথে সাথে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতচিহ্ন।

নদীর তীরবর্তী গ্রামের একাধিক সড়ক, বসত ঘর, ব্যবসা প্রতিষ্ঠান পানির প্রবল স্রোতে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অস্বাভাবিক জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ইউনিয়ন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।

এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও রাস্তাঘাট মেরামত করার দাবী জানান স্থানীয়রা।