• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ফার্মেসি থেকে টাকা চুরির চেষ্টা, গ্রেফতার ১

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ১৬:৩৯ অপরাহ্ণ
বরিশালে ফার্মেসি থেকে টাকা চুরির চেষ্টা, গ্রেফতার ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারের মায়ের দোয়া ফার্মেসি থেকে টাকা চুরির চেষ্টাকালে দ্বীন ইসলাম ঘরামী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে আটকের সময় তার কাছ থেকে ৫টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

দ্বীন ইসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার দাসেরজঙ্গল গ্রামের মৃত কলম আলী ঘরামীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় চুরি, ছিনতাই, জুয়াসহ ৭টি মামলা রয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মীরগঞ্জ বাজারে মায়ের দোয়া ফার্মেসিতে ঢুকে এক ব্যক্তি ক্যাশ কাউন্টার থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো।

এ সময় ফার্মেসির মালিক হানিফ কবির তাকে আটকে থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে চোরাই ৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আটক দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।