• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৩:২৮ অপরাহ্ণ
বরিশালে আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস পালিত

শামীম আহমেদ \আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস ২০২১ পালন ও “অনিরাপদ মাসিক নিয়মিতকরণ প্রতিরোধে আমাদের করণীয় বিষয় প্রকল্প নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৮ই) সেপ্টেম্বর সকাল ১০ টায় নারী পক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থার আয়োজনে নগরীর আমির কুটিস্থ আভাষ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিএমকে এস এর পরিচালক কাওসার পারভীনের সভাপতিত্বে এখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রিজিয়া বেগম, মেডিসিন বিক্রয়কারী ফার্মাসিষ্ট মোঃ নজরুল ইসলাম, তারণ্য কণ্ঠ শরের সমন্বয়কারী সানজিদা আক্তার ইমা, জেলা সমন্বয়কারী তানজিলা আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় ধারনা পত্র পাঠ করেন এ্যাডভোকেসী অর্গানাইজার (আর.এইচ.আর.এন-২) প্রকল্পউম্মেনুর হাবিবা।

বক্তরা এসময় বলে সরকারী স্বাস্থ্য কেন্দ্র থেকে ঔষধের মাধ্যমে নিরাপদ মাসিক নিরাপদকরণ সহজ সেবা নেওয়ার আহবান করেন।

আলোচনা সভায় নগরীর বিভিন্ন এলাকার ২৫জন নারী সদস্য আংশ গ্রহন করেন।