• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আগামীকাল ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৩ লাখ শিশু

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১৯:১০ অপরাহ্ণ
বরিশালে আগামীকাল ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৩ লাখ শিশু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সারাদেশের সাথে বরিশাল জেলার ১০ উপজেলায় ১২-১৫ মাস বয়সের শিশুদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সের শিশুদের ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এ বিষয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, বরিশাল জেলার ১০ উপজেলার ৮৭টি ইউনিয়ন, ২৬১টি ওয়ার্ড, ২০৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৯টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২ লাখ ৯৭ টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার ১৯৪ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৭৪ হাজার ৬৩৩ জন শিশুদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সের ৩৩ হাজার ৯০৯ জন শিশুকে ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অর্থাৎ মোট ৩ লাখ ৮ হাজার ৫৪২ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল ও জেলা ইপিআই সুপার এবিএম এনায়েত হোসেন।