• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ১৫:০৪ অপরাহ্ণ
বরিশালে অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

শামীম আহমেদ ॥ বরিশালে ১০৪ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক। সোমবার দুপুর ১ টার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়।

বরিশাল জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।