আনিসুর রহমান টুলু বরগুনা: বরগুনার বেতাগীর হোসনাবদ ইউনিয়নের স্থানীয় একটি কুচক্রী মহলের হাত থেকে সংখ্যালঘু হিন্দুদের দক্ষিণ ছোপখালী সরদার বাড়ি সর্বজনীন দুর্গা মন্দির’ ও সেবা আশ্রম নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সভাপতি ও এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার হোসানাবাদ ইউনিয়নের ছোপ খালি গ্রামে প্রথম দুর্গা মন্দির প্রতিষ্ঠাতা করেন হরেন্দ্র নাথ সরদার।
তিনি জীবন বাজি রেখে এলাকার মানুষকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় এই সার্বজনীন দূর্গা মন্দির দাঁড় করিয়েছেন।
ওই মন্দিরের সভাপতি ও প্রতিষ্ঠাতা হরেন্দ্র নাথ সরদার বলেন সরকারি অনুদান ও এলাকাবাসীর সহযোগিতায় আজ আমি এই দূর্গা মন্দির ওসেবাশ্রমে দুই কিলোমিটার রাস্তা মন্দিরের উন্নয়ন মূলক কাজ এমনকি বেতাগী উপজেলার সর্বপ্রথম সিসি ক্যামেরার মাধ্যমে এই মন্দির কে বিভিন্ন অপকর্মের হাত থেকে আওতায় নিয়ে এসেছি। আমি দীর্ঘ ২৫ বছর যাবত এই মন্দিরের সভাপতির দায়িত্ব সততার সাথে পালন করে আসছি।
ইতিমধ্যে এই কমিটির ও এলাকার একটি স্বার্থন্বেষী ও কুচক্রী মহল পদ-পদবী নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গুজব কিছু কথা এলাকায় ছড়িয়েছে।
এদের দ্বারা যেকোনো মুহূর্তে আমার কষ্টে গড়া এই প্রতিষ্ঠান ও ধর্মীয় মন্দিরের ক্ষতিসাধন হতে পারে। তাই এ ব্যাপারে আমারও এলাকাবাসীর দাবি সরকারের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, বিগত দিনেও বেতাগীর কোন পূজামণ্ডপে বিশৃঙ্খলা হয়নি এবছরও হবে না আশা করি এ বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।