আনিসুর রহমান টুলু বরগুনা: বরগুনা বেতাগী উপজেলায় ধর্ষন মামলা করায় বাদী অবসর প্রাপ্ত সেনাসদস্যকে মারধর করেন বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুকুর মীর স্থানীয়ভাবে এ অভিযোগ পাওয়া যায়।
ঐসেনা সদস্য বলেন আমার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় আসা যওয়ার পথে ৫নং বুড়া মজুমদার ইউনিয়নের দক্ষিণ করুণা গ্রামের বাসিন্দা আনসার মুসল্লির ছেলে আশিক আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আমি আর আমার মেয়ে বাসায় থাকি অনুমান বিকেল ৪ঘটিকার সময় আমি বাজারে গেলে এই সুযোগে আশিক আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে।
এ বিষয়ে এলাকায় জানাজানি হলে চেয়ারম্যান সাহেব উভয়পক্ষকে ডেকেে কোন কথা না শুনে আমাকে ভয়-ভীতি দেখায় ও আমার মেয়ে কাছ থেকে অলিখিত কাটিস পেপারে দস্তখত রাখে। বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আমি বাদি হয়ে মামলা করি।
আসামি আশিক গ্রেফতার হয় ।এই খবর শুনে চেয়ারম্যান সাহেব দিবালোকে ও জনসমক্ষে কাজির হাট বাজারে চায়ের দোকানের সামনে রাস্তার উপর আমাকে দেখে মারধর শুরু করে এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করে সাথে ছিল আলম তাকেও মারে।
আমি চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনা জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ ও জীবনের নিরাপত্তা চেয়ে বেতাগী থানায় গতকাল সাধারণ ডায়েরি করি।স্থানীয়রা বলেন চেয়ারমান রিপন কে মারধর করছে ঘটনা সত্য কি বিষয় নিয়ে আমরা সঠিক জানতে পারি নাই।
এ বিষয়ে চেয়ারম্যান বলেন রিপন বেপারীও আলম কে চড় থাপ্পড় দিয়েছি অন্য বিষয় নিয়ে। বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় এ বিষয় নিয়ে আমাকে ফোন দিয়েছিল বিষয়টা তাকে আমি বুঝিয়ে বলেছি।