• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রস্তাবিত সাইক্লোন সেল্টার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলায়ের উপদেষ্টা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১৬:৩৫ অপরাহ্ণ
প্রস্তাবিত সাইক্লোন সেল্টার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলায়ের উপদেষ্টা

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে প্রস্তাবিত দুটি সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলায়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রথীক।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলায়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মহা পরিচালক রেজানুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান ও আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) আল মাসুম।

উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রথীক শনিবার দুপুর সাড়ে ১১ টার সময় আমতলী পৌছে কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং পরে হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিধ্যালয়ের প্রস্তাবিত সাইক্লোন শেল্টার দুটি সম্ভাব্যতা সরেজমিন পরিদর্শন করেন।