• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে ক্রেন ছিঁড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৫:৫৫ অপরাহ্ণ
পিরোজপুরে ক্রেন ছিঁড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ক্রেন ছিঁড়ে পড়ে ঈসা হাওলাদার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের একটি মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈসা উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের আ. সাত্তার হাওলাদারের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত ঈসা সহকর্মীরা জানান, সন্ধ্যায় ঢালাই শেষে তারা নিচে কাজ করছিল। এ সময়ে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে ঘটনাস্থলে গেল ঈসাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

এ সময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।