• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ১৯:৩২ অপরাহ্ণ
পিরোজপুরে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: :পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসা বুনিয়া সাকিনের কচা নদীর পশ্চিম পাড়ে বেড়িবাঁধের ইট সোলিং রাস্তার পাশে নালার মধ্যে থেকে আজ (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার ভাসমান অবস্থায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অজ্ঞাত নামা মহিলা এর লাশ পাওয়া গিয়েছে।

স্থানীয় লোকজন লাশটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ইন্দুরকানী থানা পুলিশকে খবর দিলে অর্ধ গলিত লাশ উদ্ধার করে।

ইন্দুরকানী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।”