• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরকীয়া প্রেমিকার ঘর থেকে আটক পুলিশ সদস্যকে প্রত্যাহার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ণ
পরকীয়া প্রেমিকার ঘর থেকে আটক পুলিশ সদস্যকে প্রত্যাহার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পঞ্চগড়ের বোদায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপের (পরকীয়া) অভিযোগে এলাকাবাসীর কাছে আটক হওয়া পুলিশ কনস্টেবল শেখ রেজওয়ান আহম্মেদকে (৩৫) প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক পুলিশ সদস্য নীলফামারী জেলা সদরের শহিদার রহমানের ছেলে। তিনি পঞ্চগড়ের বোদা থানায় কর্মরত ছিলেন। এর আগে, শুক্রবার ভোরে উপজেলার গরুহাটি ডাঙ্গা এলাকায় এক গৃহবধূর বাড়িতে রেজওয়ানকে আটক করেন স্থানীয়রা। এ ঘটনায় বিকেলে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়। তিনি জানান, পুলিশ কনস্টেবল রেজওয়ানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
এদিকে, ভুক্তভোগী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পুলিশ সদস্য রেজওয়ান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হন তিনি।