• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর লাউকাঠী-লোহালিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২১, ১৬:০৬ অপরাহ্ণ
পটুয়াখালীর লাউকাঠী-লোহালিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত

 

 

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: দেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও আহরণের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর লাউকাঠী এবং লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান জানান, সদর উপজেলার লোহালিয়া, লাউকাঠী নদীসহ মোট ৩০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ বছর রাজস্ব খাতের আওতায় মোট ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।