• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে নতুন আরও ৩২ জন করোনায় আক্রান্ত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২০, ২০২১, ১৬:৩০ অপরাহ্ণ
পটুয়াখালীতে নতুন আরও ৩২ জন করোনায় আক্রান্ত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাfল: পটুয়াখালীতে দিন দিন কমে আসছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় একজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি বাউফলের আজিজ (৪৫)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ এসেছে। পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০৭ জন।

বর্তমানে মোট এক হাজার ৯৬৬ জন রোগীর মধ্যে হাসপাতালর চিকিৎসা নিচ্ছেন ৬০ জন এবং বাড়িতে রয়েছেন এক হাজার ৯০৬ জন।