• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ১৫:৪০ অপরাহ্ণ
পটুয়াখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: পটুয়াখালীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানিম হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার সকালে পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তানিম বরিশাল শহরের আমতলা এলাকার মজিবর মিয়ার ছেলে।

পুুলিশ জানায়, মোটরসাইকেলযোগে তানিম ও তার সহযোগী কুয়াকাটা থেকে পটুয়াখালী আসছিলো।

বরিশাল থেকে কাভার্ডভ্যানটি বরগুনা যাওয়ার সময় পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে দ্রুতগতির মোটরসাইকেলটির সাথে কাভার্ডভ্যাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, তানিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কার্ভাডভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।