• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেশার টাকা না দেওয়ায় বাবাকে খুন করল পাষন্ড ছেলে

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ২০:৪০ অপরাহ্ণ
নেশার টাকা না দেওয়ায় বাবাকে খুন করল পাষন্ড ছেলে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: নেশার টাকা না দেওয়ায় রাজশাহীতে ছুরি দিয়ে আঘাত করে বাবাকে খুন করার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে মহানগরীর রাজপাড়া ধানাধীন অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছেলে মুমিনুল ইসলাম পিয়াসকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মাদক কেনার জন্য পিয়াস তার বাবার (জুয়েল) কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ছেলে পিয়াস ঘর থেকে ছুরি এনে জুয়েলকে উপর্যুপরি আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘ছেলেকে থানায় হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এ ঘটনায় থানায় একটি হত্যামামলা দায়েরের প্রস্ততি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’