• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাজিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৮:৪৬ অপরাহ্ণ
নাজিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পিরোজপুরের নাজিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে মো. শাহিন হাওলাদার (২৮) নামের এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের মো. হারুন হাওলাদারের ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে একই এলাকার আজালিবুনিয়া গ্রামে।

নিহতের চাচা মোস্তফা হাওলাদার জানান, তার ভাইয়ের ছেলে শাহিন হাওলাদার ও তার সহযোগী মেরাজুল ইসলাম ওই দিন একই এলাকার সুখরঞ্জন হালদার ওরফে সুকের বাড়ির ডাব কিনেন। তা পাড়তে শাহিন গাছে উঠলে তিনি গাছ থেকে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত যুবকের ময়না তদন্তের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।