• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারায় ৬ হাজার মানুষ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ
দেশে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারায় ৬ হাজার মানুষ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রতিবছর ৭ লক্ষাধিক মানুষ সর্পদংশনের শিকার হয়। এর মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

সাপের কামড়ে মৃত্যু রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সারাদেশের প্রতিটি হাসপাতালেই এর প্রতিষেধক অ্যান্টি ভেনম রাখতে হবে। উপজেলা ও জেলা সকল পর্যায়েই এর ব্যবস্থা করতে হবে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছরেই সাপে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। বিশ্বজুড়ে বছরে সর্পদংশনের শিকার হন ৫০ লক্ষাধিক মানুষ। তাদের মধ্যে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় এবং তিন থেকে চার লক্ষাধিক মানুষের অঙ্গহানি ঘটে।