• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে গাছে মানুষের প্রতিচ্ছবি, উৎসুক জনতার ভিড়

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ২১:০৭ অপরাহ্ণ
দুমকিতে গাছে মানুষের প্রতিচ্ছবি, উৎসুক জনতার ভিড়

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর দুমকিতে গাছ কাটার পর গাছে মানুষ আকৃতির ছবি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছে মানুষের ছবি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

বুধবার বিকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা আবদুল হাই সওদাগর একই এলাকার বাসিন্দা গাছ ব্যবসায়ী সুলতান মল্লিকের কাছে একটি রেইনট্রিগাছ বিক্রি করেন। পরে বুধবার বিকালে লোকজন নিয়ে সুলতান মল্লিক গাছটি কেটে ফেলেন। এর মধ্যে গাছটির গোড়ার দিকে মানুষের আকৃতির মতো ছবি দেখা মেলে। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

গাছমালিক আবদুল হাই সওদাগর জানান, গাছটি কাটার পর হঠাৎ এভাবে মানুষের আকৃতির মতো ছবি দেখা যায়। তবে বিষয়টি আসলে কী তা একমাত্র আল্লাহই ভালো জানেন।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, বিষয়টি মানুষের মুখে শুনেছি। তবে ঘটনাস্থলে না গিয়ে কিছু বোঝা যাবে না।