বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নতুন অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিন হোসেন আমু বলেন, ‘দেশে প্রতিনিয়ত ঝড় এবং বিভিন্ন রকম ভাঙন হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। আর বেশি ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যার সমাধান দ্রুত করা হয়, যাতে করে পরবর্তীতে সেই এলাকার বেশি ক্ষতি না হয়। আমাদের সম্পদ সীমিত এবং সেই সীমিত সম্প কাজে লাগিয়েই আওয়ামী লীগ সরকার উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছে।’
ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ্ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান।