• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জমি বিরোধের জেরে পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় আহত -২

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:২৮ অপরাহ্ণ
জমি বিরোধের জেরে পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় আহত -২
মেডিকেল প্রতিনিধি : পটুয়াখালীতে জমি জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জমির ভিতরে দোকান ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনা যটে। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হাজীখালী বাজারস্থ নিজ মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ বিযয়ে পটুয়াখালী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আহতরা হলো ওই থানার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী গ্রামের বাসিন্দা মৃত কাজী নুর ইসলামের ছেলে মোঃ আবু দাউদ(৩৫) ও তার কর্মচারি হাজী সুলতান ঘরামীর ছেলে মোঃ নুর আলম(২৫)।
আহতরা বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতের স্বজন ও এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত সেরাজ আকনের ছেলে সেলিম আকন গং দের সাথে আবু দাউদ গংদের সাথে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। যার কারনে প্রতিপক্ষরা বিভিন্ন সময় ভোগ দখলীয় জমি জোর পূর্বক ভাবে ভোগ দখলের পায়তারা চালায়। এর ধারাবাহিকতায় ঘটনার দিন সেলিমের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসীর মিলে দাঁ, ছেনা, লাঠি, রামদা সহ  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের সামনে আসিয়া অকথ‌্য ভাষায় গালিগালজ করতে থাকে । গালিগালাজ করতে নিষেধ করলে উভয়ের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হয়।
এ নিয়ে কথাকাটির একপর্যায় সেলিম ,মোস্তফা ,সেরাজ,কাসেম,মজিবর,সিদ্দিক সহ অজ্ঞাত ১৮/২০ জন সন্ত্রাসীরা আবু দাউদ এর উপরে হামলা চালায়। তাকে বাচাঁতে তার কর্মচারি নুর আলম ছুটে আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে আহত করে। নুর আলমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে প্রচন্ড জখম হয় এবং উভয়ের শরীরেল একাধিক স্থানে নীলা ফোলা জখম হয়। এ সময় দোকান পাটে ভাংচুর চালিয়ে প্রায় ৯৫ হাজার টাকার ক্ষতি সাধন করে ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই এবং দোকানের সামনে থাকা দুইটি ঠেলাগাড়ী নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয‌্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে । সেখানে আহতদের অবস্থা আশষ্কাজনক হলে উন্নত চিকিৎসার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ নিয়ে পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোর্শেদ (স‌্যার) জানান, বিযয়টি তদান্ত করে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হবে।