• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গ্যাস উদগিরণ স্থলে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের পরিদর্শন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ১৮:৫৬ অপরাহ্ণ
গ্যাস উদগিরণ স্থলে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের পরিদর্শন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটির ভূগর্ভস্থ থেকে গ্যাস উদগিরণ স্থল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একদল প্রতিনিধি সরেজমিন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে তারা পরিদর্শন করে সেই স্থানে আগুন জ্বালিয়ে গ্যাসের উদ্গিরণ নিশ্চিত করেছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাহ্ মোহাম্মদ কামরুল হুদার নেতৃত্বে বাপেক্সের ডেপুটি ম্যানেজার জিওলোজিস্ট সালেহ আহমদ ও হামিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, সমবয় কর্মকর্তা জাফর সাদিক, পল্লি উন্নয়ন ও সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি আই শাহ্ আলম, হায়দার হোসেন প্রমুখ।

উপসচিব শাহ্ মোহাম্মদ কামরুল হুদা জানান, ‘ল্যাবে পরীক্ষা করার জন্য মাটির লেয়ারের নিচে থেকে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে বলা যাবে কোন ধরনের গ্যাসের সন্ধান মিলেছে এখানে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নামের একটি প্রতিষ্ঠান মাটির নিচের এক হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালায়। এ কাজের নেতৃত্ব দেন পানি সম্পদ অধিদপ্তরের অনুসন্ধানী দল।

হঠাৎ করে শুক্রবার জুমার নামাজের পর মাটির ভেতরে বিস্ফোরণ হয়। এরপরই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পাথরঘাটায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠান।