• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ট্রাক চাঁপায় ভ্যানচালক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১, ১২:৫৪ অপরাহ্ণ
গৌরনদীতে ট্রাক চাঁপায় ভ্যানচালক নিহত

শামীম আহমেদ : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা নামক এলাকায় অজ্ঞাত ট্রাক চাঁপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত সাইয়েদ উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে মহাসড়কের বড় কসবা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে নিহতের মরদেহ ও দূর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।