• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১৯:১৭ অপরাহ্ণ
কাউখালীতে অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে ৫০ হাজার টাকার অবৈধ জাল উদ্ধার। রবিবার সকালে (১৯ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন খাল থেকে ১৫ টি চরগড়া জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা।

অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের এসআই জামশেদ আলী। পরে জব্দকৃত জালগুলো স্থানীয় লঞ্চ ঘাটে জনসম্মুখে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতনার নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।