উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে পৌর ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় সরকারি ডবিøউ বি.ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, টুর্ণামেন্ট কমিটির সভাপতি সামসুল হক সিকদারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রধান শিক্ষক শাহে আলম, টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃ হাকিম সেরনিয়াবাত, উত্তম কুমার হাওলাদার, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন। আলোচনা সভাশেষে খেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এই টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।