• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে উপজেলায় পুষ্টি সমন্বয কমিটির সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১, ১৭:০৪ অপরাহ্ণ
উজিরপুরে উপজেলায় পুষ্টি সমন্বয কমিটির সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ কোভিড-১৯ এর কারনে দীর্ঘ দুই বছর পরে বরিশালের উজিরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএআইডি স্ট্রেংদেনিং মাল্টিসেক্টরাল নিউট্রিশন প্রোগ্রামিং থ্রু ইমপ্লিমেন্টেশন সায়েন্স অ্যাকটিভিটি এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমন্বয় কমিটির সভাপতি প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, প্রাথমিক শিক্ষা তাসলিমা বেগম, প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা: জেরিন জামান অনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লায়লা পারভীন, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ হরেন রায়, সরোয়ার হোসেন, ইউসুফ হোসেন হাওলাদার,টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিয়াউল আহসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ। সভায় বক্তরা, পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। উপজেলাকে শতভাগ পুষ্টি নির্ভর করতে সকলের প্রতি আহŸান জানান