রোকনুজ্জামান সবুজ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার অসচ্ছল কৃষক পরিবারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ত্রাণ সামগ্রী ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা চত্বরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল কৃষকদের মাঝে গো-খাদ্য ও নি¤œ আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, ১০৫ জন অসচ্ছল কৃষষকদের মাঝে গো-খাদ্য ও নিন্ম আয়ের ১০০ জন সুবিধাভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এস.এম জামাল আব্দুন নাছের, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, সহকারী (ভূমি) কমিশনার রোকনুজ্জামান খান, ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহীন ও ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ ও হত দরিদ্র, মেধাবী, এতিম ছাত্রীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।