• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে জাতীয় শোকদিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৫:১৫ অপরাহ্ণ
ইসলামপুরে জাতীয় শোকদিবস পালিত

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুরে ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।

উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানর, ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পঅর্পণ করা হয়।

পরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলাকমপ্লেক্স জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিল শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহীকর্মকর্তা গোলাম মোরশেদের সভাপতিতে এক আলোচনা অনুষ্ঠিতহয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম, পৌর মেয়র আব্দুল কাদের শেক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলাভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,সহকারী পুলিশ সুপার সুমনমিয়া,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়াীলীগের সহসভাপতি মজিবুর রহমান শাজাহান,অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস,বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, পৌর আ’লীগের সভাপতি শ্রী অংকন কর্মকার, যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান প্রমুখ।এছাড়াও সরকারি ইসলামপুর কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।