• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ১০ দিনের রিমান্ড আবেদন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ১৪:৩৫ অপরাহ্ণ
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ১০ দিনের রিমান্ড আবেদন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: প্রতারণা ও অর্থ-আত্মসাতের জন্য গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়।

সিএমএম আদালতে হাজতখানার ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, তারা দুজনই এখন হাজতখানায় আছেন।

তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি হবে।

গুলশান থাানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য জানান।