আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী পৌরশভার অর্থায়নের সোমবার বিকেলে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান আমতলী চৌরাস্তা মোর এলাকায় আমতলী পৌরসভা কর্তৃক মাছ ও কাঁচা বাজারের অবকাঠামো পুন:নির্মান এবং বাজার সংলগ্ন একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়াশীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুশ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মো. কাওছার হোসেন।
সভঅয় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. মনিরুল ইসলাম, আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, সকল পৌর কাউন্সিলসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিল।
অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।