• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে এনএসএসএর যুব দিবস পালন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১২, ২০২১, ১৫:৩৪ অপরাহ্ণ
আমতলীতে এনএসএসএর যুব দিবস পালন

dav

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে বৃহস্পতিবার সকাল ১১ টায় এনএসএস এর হল রুমে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

এনএসএস এর কিশোর কিশোরী ও যুব উন্নয়নের মাধ্যমে সামাজিক পরিবর্তন প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে কিশোর কিশোরীদের নিয়ে ‘নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক’ প্রতিপাদ্যের উপর সামাজিক দুরত্ব বজায় রেখে এক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রকল্প সমন্বয়কারী শেখ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার মো. মিরাজ ও আমহমুদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী নিপা আক্তার, মারিয়া ও ইব্রাহিম ইসলামের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রদান অতিথি।