• ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

সামাজিক বনায়নের লক্ষ্যে কৃষি বিভাগের শতাধিক বৃক্ষরোপণ রাঙ্গাবালীতে

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১১, ২০২০, ১৮:২০ অপরাহ্ণ
সামাজিক বনায়নের লক্ষ্যে কৃষি বিভাগের শতাধিক বৃক্ষরোপণ রাঙ্গাবালীতে

গলাচিপা প্রতিনিধি॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শতাধিক বৃক্ষরোপণ করেছে কৃষি বিভাগ। বুধবার থেকে শুরু করে শনিবার দিনভর পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ফল গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

পরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা ও চাষীদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়। এসময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সঞ্চালনায়

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।