• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পুলিশের মটরসাইকেলের চাপায় শিশু নিহত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১১, ২০২০, ১৯:২৩ অপরাহ্ণ
বরিশালে পুলিশের মটরসাইকেলের চাপায় শিশু নিহত

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের এক সদস্যের মটরসাইকেলের চাপায় ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১০ জুলাই বেলা ১২টার দিকে ভাটার খাল এলাকায় ওই পুলিশ সদস্য’র ড্রাইভার গাড়ি নিয়ে রং কেনার জন্য যায়।

 

এসময় ভাটারখাল আসলে বাসা থেকে বের হয় ছোট্ট শিশু রাকিব। ওই মটরসাইকেলের চাপায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

শিশু রাকিব চিকিৎসাধধীন অবস্থায় গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৮ টায় শিশুটি মারা যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে সমাধানের আশ্বাসে শিশুটির দাফন সম্পূর্ণ করা হয়।

 

জানা গেছে মটরসাইকেল মালিক বরিশাল মেট্টোপলিটন পুলিশের এএসআই এনায়েতের। এবিষয় এনায়েতর সাথে আলাপ করলে তিনি বলেন, বিয়ষটি মিমাংসার চেষ্টা চলছে।