জাকির হোসেন, আমতলী ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মহীন ১০০ পরিবারের মাঝে আমতলীর ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তার মালামাল বিতরন করেছেন। শনিবার উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে,প্রাণঘাতী করোনা ভাইরাসে উপজেলার কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন এ সকল মানুষগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ করেছেন।
ওই কর্মহীন মানুষের মধ্যে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরন করা হয়। ইউএনও মনিরা পারভীন শনিবার এ খাদ্য সহায়তা বিতরন করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি লবন দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বন কর্মকর্তা ফিরোজ কবির।