• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন বরিশালের শান্ত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৫:৫৮ অপরাহ্ণ
মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন বরিশালের শান্ত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার। আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত।

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে আজ সিলেটে বরিশালের হয়ে মাঠে নামেন শান্ত। রাজশাহীকে নেতৃত্ব দেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে বরিশালের বোলারদের ওপর চড়াও হন শান্ত।

ব্যাট হাতে এদিন শান্ত খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৫টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৭ রান। সাব্বির করেন ১১ বলে ২৩ রান। যার সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৪ রানের শক্ত ভিত পায় রাজশাহী।

যার জবাবে এখন ব্যাট করছে বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮ ওভার শেষে ৬৮ রান তুলেছে বরিশাল।