• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় পৃথক অভিযানে ৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২২, ২০২১, ১৭:২৭ অপরাহ্ণ
ভোলায় পৃথক অভিযানে ৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ভোলায় পৃথক অভিযানে আনুমানিক ৭ কোটি টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২২ আগস্ট) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বি এন এস এম তাহসিন রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের খেয়াঘাট ও কালিনার্থ বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ব্যাটারিচালিত অটো থেকে ওই কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান।

রোববার সকালে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।