• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নারীকে শ্লীলতাহানির অভিযোগে, সাবেক ইমাম গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১, ২১:১০ অপরাহ্ণ
নারীকে শ্লীলতাহানির অভিযোগে, সাবেক ইমাম গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ উপজেলায় এক নারীর স্বামীকে তাবিজের মাধ্যমে বশে আনার প্রলোভনে নারীর সাথে অশোভন আচরণ করার অভিযোগে, সাবেক ইমামকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা এক এজাহারের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি, কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়া গ্রামের মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি (৪৫)। পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়ার এক ব্যক্তিকে তার স্ত্রীর বশে আনার জন্য তাবিজসহ বিভিন্ন উপায়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি।

প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিভিন্ন সময় ঐ নারী মাওলানা মোফাচ্ছের হোসেনের নির্দেশনা মেনে আসছিলেন। গত ১৩ আগস্ট সুযোগ পেয়ে ঐ নারীকে শ্লীলতাহানিসহ যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি। এরপর সোমবার (১৬ আগস্ট) ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা এক এজাহারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি এক সময় কুড়িগ্রাম সদরের এক স্বনামধন্য মসজিদের ইমাম ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন নারী কেলেঙ্কারির অভিযোগ থাকায় তাকে মসজিদ থেকে বহিষ্কার করে মসজিদ কমিটি।

বর্তমানে তিনি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি মাদরাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। হজের টাকা নিয়ে পলায়ন করার অপরাধে তিনি জেল খেটেছেন এবং তিনি বিভিন্ন সময় নারীদের প্রলোভন দেখিয়ে একাধিক অপকর্মের সাথে যুক্ত বলেও জানায় পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ওসি শাহরিয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার(১৭আগস্ট) তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।