• ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও চেক বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১, ২২:০০ অপরাহ্ণ
গলাচিপায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও চেক বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছায়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও নগদ চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ে এ চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. অলিউল্লাহ। আরও উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সোবাহান মিয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা বাবু অর্জুন সহ আরো অনেকে।

এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে শেখ হাসিনার অনুদান ঠিক তেমনি ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে ও শেখ হাসিনার অনুদানের চেক পৌঁছে দিয়েছি আমরা।

আজকে আমার দেশ বিশ্ব দরবারে নতুন রুপে উন্নয়নশীলদের কাতারে শামিল হচ্ছে। এটা আমারদের কঠোর পরিশ্রম ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা এ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি বলে ব্যক্ত করেন।