• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিরিয়াতে অপহৃত সেই মার্কিন সাংবাদিক অসটিন টাইস বেঁচে আছেন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ১৮:২১ অপরাহ্ণ
সিরিয়াতে অপহৃত সেই মার্কিন সাংবাদিক অসটিন টাইস বেঁচে আছেন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ২০১২ সালে সিরিয়াতে অপহৃত আমেরিকান সাংবাদিক অসটিন টাইসের মা সাংবাদিকদের বলেছেন যে তার ছেলে বেঁচে আছে এবং ভাল আছে।

তবে অসটিন টাইসের মা ডেবরা টাইস ওয়াসিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ফ্রীল্যান্স ফটো সাংবাদিক অসটিন টাইস ২০১২ সালের ১৪ আগস্ট দামেস্কের পার্শ্ববর্তী দেরায়ার একটি চেক পয়েন্ট থেকে অপহৃত হন। অপহরনের পর থেকে অসটিন বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কেবল সেপ্টম্বর মাসে চোখ-মুখ বাধা অবস্থায় এক ভিডিওতে দেখা যায়। যখন তার বয়স ছিল ৩১।

অবশ্য অপহরনকারীদের সম্পর্কেও তেমন কিছু জানা যায় না। অসটিন টাইস ফরাসি বার্তা সংস্থা এএফপি, ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজের পক্ষে সে সময় কাজ করছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে টাইসকে আটকে রাখার জন্য সিরিয়াকে অভিযুক্ত করে এবং দ্রুত তার মুক্তির বিষয়ে দেশটিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। যদিও সিরিয়া তা অস্বীকার করে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প টাইসের বিষয়ে জানতে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে এক বার্তা পাঠিয়েছিলেন।