• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিপিএলএর চ্যাম্পিয়ান ট্রফি আজ বরিশালে

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ১৮:১৫ অপরাহ্ণ
বিপিএলএর চ্যাম্পিয়ান ট্রফি আজ বরিশালে

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চ্যাম্পিয়ান ট্রফি আজ বরিশালে প্রদর্শিত হয়েছে।

ক্রিকেট ভক্ত ও অনুরাগীদের দেখার জন্য শুক্রবার দুপুর ৩টায় বরিশাল ব্রজমোহন কলেজের জীবনানন্দ দাশ মঞ্চের সামনে রাখা হয়।

বিসিক শিল্পনগরী থেকে শোভাযাত্রা করে চ্যাম্পিয়ান ট্রফি ব্রজমোহন কলেজে আসার সময় মোটরসাইকেল যোগে শত শত ক্রিকেটপ্রেমী যোগ দেয়।

এখানে অবস্থানের পর সাড়ে তিনটায় ট্রফি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রওয়ানা হয়।

এখানে সব বয়স ও শ্রেণি পেশার ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ান ট্রফি দেখতে ভিড় জমায়, আনন্দে মাতে।

ভক্তরা বলেন তারা উচ্ছ্বসিত। পাশাপাশি গেল বারের ন্যায় এবারো এই ট্রফি বরিশালে দেখতে চান।

এনিয়ে ফরচুন বরিশালের পরিচালক শফিকুর রহমান বলেন, এবারের বিপিএলে তাদের ব্যালেন্স দল। আশা করছেন দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ান হবে।