স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়নে গত ৬ মাস যাবৎ বন্ধ রয়েছে দরিদ্রজনগোষ্ঠির ভিজিডি’র চাল বিতরন কার্যক্রম।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র নামক জামায়াত নেতাকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে উন্নয়ন বঞ্চিত হয়ে পরেছে ইউনিয়নটি।
ইউনিয়নটিতে সবচেয়ে বেশি ইউপি সদস্য আওয়ামীলীগের হওয়া সত্ত্বেও নিজেরে অভ্যান্তরিন কোন্দলের কারনে তাও ভেস্তে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
চাঁদপুরা ইউপির নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থাণীয় আওয়ামীলীগের একট গ্রুপ জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ আমানের পক্ষে কাজ করছে।
চাঁদপুরা ইউনিয়ন আওয়ামীলীগের নিজেদের অভ্যান্তরিন কোন্দলের জন্য সুযোগ পাচ্ছে অন্য সংগঠন গুলো। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মতবিরোধের রোষানলে পুড়ছে সাধারন মানুষ।
সূত্র জানিয়েছে বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বেশ কয়েকটি চাল চুরি মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্য ইউপি সদস্যরাও বাদী হয়ে মামলা দিয়েছে।
কিন্তু এসব কারনেই চাল উত্তোলন হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগীরা।
চাঁদপুরা ইউনিয়নে ২৯১ জন দরিদ্ররা সরকারের ভিজিডি’র আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। বিগত দিনে ৩০ কেজির পরিবর্তে ২২/২৫ করে চাল দেয়া হত।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানুল্লাহ আমান ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খানকে অভিযুক্ত করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন(দুদক) বরিশাল জেলা শাখার সহকারী পরিচালক আবুল হাশেম কাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এই ঘটনার পর থেকে ভিজিডি’র চাল থেকে বঞ্চিত হচ্ছে চাঁদপুরা ইউনিয়নের মানুষ। বিষয়টি নিয়ে চাঁদপুরা ইউপি’র চেয়ারম্যান আমানুল্লাহ আমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি একটু ঝামেলায় ছিলাম এখন অনেকটাই ফ্রি আছি এখন থেকে নিয়মিত চাল পাবে এবং আগের চালও পাবে।