• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন নাটক ’বৈশাখিনী’

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯, ১৭:২৮ অপরাহ্ণ
বরিশালে মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন নাটক ’বৈশাখিনী’

শামীম আহমেদ ॥

শোকাবহ আগস্টে বরিশাল ও বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী’র মঞ্চস্থ করবে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ’বৈশাখিনী’। নাটকটি আগামী ৩ই আগস্ট শনিবার শব্দাবলীর নিজস্ব স্টুডিও থিয়েটার মঞ্চে সন্ধ্যা ৭টা নাটকটি মঞ্চস্থ হবে। বাংলাদেশের অন্যতম বরিশালের এই নাট্যসংগঠনের এটি ৬৫ তম প্রযোজনা। বাঙালির মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বর্বর নির্যতনের প্রতিচ্ছবি এই নাটক। সত্য ঘটনা অবলম্ব এক বিরঙ্গনার গল্প গাঁথায় এই নাটকটির মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন।

নব নাট্যরূপ দিয়েছেন ড.মাহফুজা হিলালী ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল। নাটকটি উৎস্বর্গ করা হয়েছে ৭১’র খেতাব প্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি ( বীরপ্রতীক ) কে।

চার প্রজন্মে চার নারী। যাদের একজন ৭১’র বীরঙ্গনা তাকে ঘিরেই এই নাটকের গল্প। মুক্তিযুদ্ধের ৪৮ বছর পরেও সেই সময়ে সভ্রম হারানো এজন নারী প্রজন্মের পর প্রজন্ম ধরে আজো সংগ্রাম করে যাচ্ছে স্বাধীন বাংলাদেশে। একই সাথে এই নাটকের মধ্য দিয়ে বিচারের দাবী জানানো হয়েছে মুক্তিযুদ্ধে বাঙালির উপর বর্বর নির্যাতন কারী আজকের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তানের।