• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪জনের অর্থদন্ড সহ ৮জন বহিস্কার

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০১৮, ১৬:৫৯ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪জনের অর্থদন্ড সহ ৮জন বহিস্কার

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪জনের অর্থদন্ড সহ মোট ৮জন বহিস্কার হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রের ৪জনের অর্থদন্ড সহ ৫জন বহিস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর হয়ে বেলা ১১টায় শেষ হয়। পরীক্ষা চলাকালনি সময়ে হলে নিষিদ্ধ মোবাইল ও হেড ফোন ব্যাবহার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম এ দন্ড প্রদান করেন। বহিস্কৃত ৫জনের মধ্যে ৪জনকে ২০হাজার করে মোট অশি হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয় বলে কেন্দ্র সচিব ও ঝালকাঠি সরকারি কলেজেল অধ্যক্ষ শাহ আলম মজুমদার নিশ্চিত করেছেন। এ ছাড়া সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ১জন, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১জন ও ওহাব গাজী কিন্ডার গার্টেন কেন্দ্র থেকে এক জনকে কক্ষ পরিদর্শক বহিস্কার করেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেন। ডাঃ শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম জানান, হলে মোবাইল ফোন বা যে কোন ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকলেও দন্ডিতরা সেগুলো ব্যাবহার করছিলেন।