বিডি ক্রাইম ডেস্ক ॥
খোকন :- সত্য ঘটনা নিয়ে রচনায় – কাজী সালাম, পরিচালনায় – রিপন ফরাজী এর নাটকে অভিনয় শিল্পী পূলক অভিনয় করছেন।
পূলক এর অভিনয়ের যাত্রা শুরু হয় BTV মাধ্যমে এখন ১৫ টির উপরে তার নাটক রয়েছে। সব গুলো নাটকেই চ্যানেল এ দেখা গেছে।
এবার চ্যানেল 24 এর মুখোশ আধারের গল্পে এবারের অকাল পক্ষ নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকটি শুক্রবার রাত ৯:০০ টায় প্রচার হবে চ্যানেল 24 এ।
মুখোশ আধারের গল্পে সত্য ঘটনা নিয়ে তৈরী। গল্পে ফাবিয়ান কলিন্স নামে একটি অল্প বয়সে ছেলের বিয়ে করে।
তাদের একটা বাচ্চা হয়। কিন্তু তার বউ অন্যজনের সাথে পরকীয়া করে।
একটা সময় তাকে আর বাচ্চাকে রেখে তার বউ চলে যায়।
গল্পটিতে ফাবিয়ান কলিন্স এর চরিত্রের নাম বাপ্পি – বাপ্পির বন্ধু হিসেবে দেখা যাবে বরিশালের পূলক কে।
পূলক এর উল্লেখযোগ্য কয়েকটি নাটক অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছেন -সেগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। তার মধ্যে কয়েকটি হলো – মেকাপ সুন্দরী, হোম থিয়েটার, মা মেয়ে হত্যা, নাগরিক অপরিজিতা, জিহাদের গল্প, দৈরত, উপহার, এবং ৩ টি ধারাবাহিক নাটকে কাজ করেছেন এবং শুটিং চলছে -নিয়মিত কাজ করছেন টেলিভিশন নাটকে।
এছাড়া ও বিভিন্ন টকশো ম্যাগাজিন শো তে দেখা যায় এই ছোট মিডিয়ার পূলক কে।
ঈদে ৩ টি চ্যানেল ও দেখা গিয়েছে।
পূলক এর মিডিয়ায় যাত্রা শুরু হয় ২০১৩ সালে। তিনি অভিনয় শেখার জন্য থিয়েটার কে বেশি গুরুত্ব দেন। তিনি একজন ভালো অভিনেতা ও আইনজীবি হতে চান।
তার মেধা আর প্রতিভাকে মূল্যায়ন করে অদম্য শক্তিতে এগিয়ে যাচ্ছেন এই অভিনয় শিল্পী।
তিনি সব চরিত্রেই অভিনয় করতে আগ্রহী। পূলক আরো বলেন মিডিয়াতে ছোট বড় সব কাজই আমার কাছে সমান। মিডিয়া ভালো লাগে আর ভালোবাসা দিয়েই অভিনয় করি।