• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ২২:১৯ অপরাহ্ণ
গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠে গ্রামের আঃ ছালাম খলিফার ঘরের সামনে থেকে ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারী (২৯) ও ১১পিস ইয়াবাসহ তার (রায়হান) সহযোগী ওমর ফারুক রাকিব (২৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ইউপি সদস্য রায়হান উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের আঃ হক বেপারী ছেলে ও চাঁদশী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় গতকাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার বিডি ক্রাইমকে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের আঃ ছালাম খলিফার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ মাদক বিক্রেতা পালিয়ে গেলেও ছালামের ঘরের সামনে থেকে ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারী (২৯) ও ১১পিস ইয়াবাসহ তার (রায়হান) সহযোগী ওমর ফারুক রাকিব (২৩)কে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে থানার এসআই আবুল বাশার মোল্লা বাদি হয়ে আটককৃত ওই ২জনসহ ৪ মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।