• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদ আয়োজনে হুমায়ূন আহমেদের সাত নাটক

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯, ১৬:৫৫ অপরাহ্ণ
ঈদ আয়োজনে হুমায়ূন আহমেদের সাত নাটক

বিডি ক্রাইম ডেস্ক ॥ অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদ। তার আলোচিত সেই নাটকগুলো থেকে ৭টি নাটক ঈদ আয়োজনে দেখতে পাবেন দর্শকরা।

হ্যাঁ, ঈদুল আজহার সপ্তাহব্যাপী আয়োজনে ধারাবাহিকভাবে প্রচার হবে জনপ্রিয় এই কথাসাহিত্যিকের সাতটি নাটক। এগুলো ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১.১৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইয়ে।

‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’, ঈদের পরের দিন ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ঈদের ৩য় দিন ‘আমরা তিনজন’, ঈদের ৪র্থ দিন ‘চার দুকোনে চার’, ঈদের ৫ম দিন ‘জলে ভাসা পদ্ম’, ঈদের ৬ষ্ঠ দিন ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের ৭ম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’।

নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, মাজনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত, শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরুভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ।