• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আইনের শাসন ত্বরান্বিত করতে সরকার জুডিসিয়ালি বিভাগ চিন্তাভাবনা করে এগুচ্ছে

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০১৮, ১৩:০১ অপরাহ্ণ

মোঃ তুহিন, ঝালকাঠি॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, স্বাধীনতার পূর্বে সত্তুরের নির্বাচনে জয়লাভ করার আগে থেকেই বঙ্গবন্ধু পাকিস্তানের কাঠামোতে ৬ দফা ভিত্তিক সংবিধান যেটা মানলে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে স্বাধীনতা অর্জন সম্ভব হবে। অপরটি হ”েছ স্বাধীনতা পেলে সেই স্বাধীন বাংলার সংবিধান। এ প্র¯‘তি থাকার কারণেই মাত্র ৯ মাসের মধ্যে সংবিধান দেয়া সম্ভব হয়েছিলো। সেই সংবিধানটি তার কন্যার নেতৃত্বে সর্বদিক থেকেই শুরু হয়েছে। এরপূর্বে যারা সরকারে ছিলো তারা এ সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালনা না করে বরং উল্টো পথে তারা হেটেছিলেন। উন্নয়নের ধারার মধ্যে জুডিসিয়ালিতে অনেক উন্নয়ন করা হচ্ছে। হাইকোর্ট অনেক ভবন এবং জেলায় জেলায় সুযোগ-সুবিধা দেয়া হ”েছ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট করা হ”েছ। আইনের শাসন ত্বরান্বিত করতে বিচারিক কার্যক্রম মাঝপথে থেমে গেলে সেবা প্রার্থীরা আশাহত হয়। সুতরাং শেষ পর্যন্ত গিয়ে ফলাফল দেখার সুযোগ দেয়া উচিত। এজন্য সরকার ও জুডিসিয়ালি বিভাগ চিন্তাভাবনা করে এগুচ্ছে। বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বিশেষ আদালত বসিয়ে করা হয় নি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু কন্যা নি¤œ আদালত থেকে শুরু করে উ”চ আদালতে গিয়ে বিচারকার্য অনুষ্ঠিত করেছিলেন। আমরা প্রমাণ করতে সক্ষম হয়ে আইনের শাসন কাকে বলে এবং কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। বিগত বছরে লিগ্যাল এইডের মাধ্যমে ১শ ২৭ জন আইনী সহায়তা চেয়েছিলেন। প্রত্যেককেই সহায়তা করা হয়েছে। তার মধ্যে ৭১ টি চলমান আর ৫৬ টি নিষ্পত্তি করা হয়েছে। যারাই সহায়তা চেয়েছিলেন তাঁদের কাউকেই আশাহত করা হয়নি। সবাইকেই সহায়তা দেয়া হয়েছে। ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএকএম তোফায়েল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট বদরুল মিল্লাত খোকন, এপিপি মোস্তাফিজুর রহমান মনু, প্যানেল আইনজীবী মাহবুবুল আলম কবীর, নারগিস আক্তার ভানু, এনজিও ব্যক্তিত্ব মাহফুজুর রহমান। শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বছর সেরা লিগ্যাল এইড আইনজীবী হিসেবে মাহবুবুল আলম কবীর ও নারগিস আক্তার ভানুকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী ও অতিথিবৃন্দ। এরপূর্বে সকাল ৯ টায় একই স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, লিগ্যাল এইড মেলা এবং আলোচনা সভা শেষে ক্লায়েন্ট আইনজীবী যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।